প্রিয়ন্ত মন্ডল : মুক্তিযুদ্ধের সহ-অধিনায়ক, সাবেক মন্ত্রী এ কে খন্দকার এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৫ দলীয় বাম জোট নেতৃবৃন্দ।
জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টি সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টি সভাপতি শামছুল হক এক যুক্ত বিবৃতিতে এই শোক প্রকাশ করেন ।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, জনাব এ কে খন্দকার মহান মুক্তি যুদ্ধে বিমান বাহিনীতে কর্মরত অবস্থায় মুক্তি যুদ্ধে যোগ দেন এবং সহ অধিনায়ক এর দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে জনাব এ কে খন্দকার অসামান্য অবদান রাখেন। তাঁর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো। একজন দেশপ্রেমিক,মুক্তিযুদ্ধের প্রশ্নে অকুতোভয় সৈনিক কে হারালো।
নেতৃবৃন্দ এ কে খন্দকার এর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

