নিজস্ব প্রতিনিধিঃ আজ মহান শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধে বিজয়ের ১দিন পূর্বে, পাক হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত বুঝতে পেরে, দেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের হত্যা করার ঘৃণ্য উৎসবে মেতে উঠেছিল। পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এদেশীয় দোষর রাজাকার, আল বদর, আল শামসের সহযোগীতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলীদের হত্য করে দেশকে মেধাশূন্য করতে উদ্ধত হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে গণতান্ত্রিক বিপ্লবী পার্টি আজ সকাল ৮টায় মিরপুর মাজার রোডে জমায়তে হয়।
সকাল ৮.৩০টায় পার্টির সাধারণ সম্পাকদ শ্রমিক জননেতা মোশরেফা মিশু, কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, আমেনা আক্তার এর নেতৃত্বে নেতা-কর্মীরা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করেন।

