নিজস্ব প্রতিনিধিঃ “স্মৃতি জাগুক স্কুল জীবনের, বন্ধন হোক আরও গভীর”-এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহীন শিক্ষা পরিবার তথা শাহীন ক্যাডেট কোচিং-এর প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের বর্ণাঢ্য পুনর্মিলনী ‘স্মৃতিমিলন ২০২৫’। ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উত্তরা সেক্টর-৭-এ অবস্থিত শাহীন শিক্ষা পরিবার-এর কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বহুল প্রত্যাশিত আয়োজন।
এই পুনর্মিলনীতে অংশগ্রহণ করবেন শাহীন কোচিং-এর প্রথম চারটি ব্যাচ (১৯৯২, ১৯৯৩, ১৯৯৪ ও ১৯৯৫)-যারা এসএসসি দিয়েছে ১৯৯৮, ১৯৯৯, ২০০০ ও ২০০১ সালে। দীর্ঘ ২৫-৩০ বছর পর প্রায় ১০০ জন প্রাক্তন শিক্ষার্থী একসঙ্গে মিলিত হবেন তাদের প্রিয় বন্ধন আর স্মৃতির টানে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন, চেয়ারম্যান, শাহীন শিক্ষা পরিবার ও প্রেসিডেন্ট, সেফ ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুর রহমান সেলিম, ব্যবস্থাপনা পরিচালক, শাহীন শিক্ষা পরিবার এবং মুহাম্মদ আনোয়ার হোসেন আসলাম, নির্বাহী পরিচালক, শাহীন শিক্ষা পরিবার।
শাহীন শিক্ষা পরিবার আজ দেশের শীর্ষ শিক্ষা ব্র্যান্ডে উন্নীত হলেও এর অগ্রযাত্রার বীজ রোপণ করেছিলেন এই প্রথম দিকের ব্যাচের শিক্ষার্থীরাই। তাদের নিষ্ঠা, মেধা, শৃঙ্খলা, ত্যাগ ও অর্জনই আজকের শাহীন শিক্ষা পরিবারের দৃঢ় ভিত রচনা করেছে। তাদের অবদানকে আন্তরিক শ্রদ্ধা জানাতেই আয়োজন করা হয়েছে এই পুনর্মিলনী উৎসব।
দিনব্যাপী অনুষ্ঠানে ছিলো-
১. পুরনো সহপাঠীদের স্মৃতিময় পুনর্মিলন
২. ক্যাম্পাস ও শিক্ষাজীবনের স্মৃতিচারণ, গল্প-আড্ডা ও অভিজ্ঞতা বিনিময়
৩. শিক্ষাজীবন-পরবর্তী সফলতার গল্প ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য
৪. চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন স্যারের সঙ্গে বিশেষ সেশন: ভবিষ্যৎ পরিকল্পনা, স্বপ্ন ও দিকনির্দেশনা
৫.গ্রুপ ফটোশুট, স্মারক ভিডিও, সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফেল ড্র
৬. প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ‘হোমকামিং সুভেনির’-বিশেষ উপহার প্রদান
৭. শাহীন শিক্ষা পরিবারের ভবিষ্যৎ সম্প্রসারণ, নতুন ক্যাম্পাস, আধুনিক শিক্ষা প্রযুক্তি, ক্যাডেট প্রস্তুতির উন্নয়ন এবং বৈশ্বিক মানের শিক্ষা পরিকল্পনা নিয়ে কর্পোরেট ব্রিফিং ও ঘোষণা।
উল্লেখ্য, ৮টি বিভাগীয় শহর সহ ৩৪টি জেলার ১৩৮টি ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চলমান।

