নিজস্ব প্রতিনিধিঃ গ্যাসফিল্ড বিদেশি কোম্পানিকে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। স্মারকলিপি প্রদান করিতে গেলে পেট্রোবাংলার মূল ফটক বন্ধ করে রাখায় বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ এর প্রতিবাদ।
অদ্য ০৮ ডিসেম্বর ২০২৫’ তারিখ রোজ সোমবার ঢাকার কাওরানবাজারে পেট্রোবাংলার সামনে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ এর আয়োজনে গ্যাসফিল্ড বিদেশি কোম্পানিকে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি এবং মানববন্ধন শেষে পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
রশিদপুর, ছাতক ও সুনেত্রসহ কয়েকটি গ্যাসফিল্ড বিদেশি কোম্পানিকে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পেট্রোবাংলার সামনে কর্মসূচি থেকে অবিলম্বে দেশ বিরোধী চুক্তির প্রক্রিয়া বন্ধ করার দাবি তোলা হয়।
বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের সভাপতি মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স,বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালিদ আবু নাসের, ক্যাবের আজীবন সদস্য আবুল কালাম, গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু খান প্রমুখ।
মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান নিয়ে কিছুটা উত্তেজনা দেখা দেয়। বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের নেতৃবৃন্দ মানববন্ধন শেষে পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করিতে গেলে পেট্রোবাংলার মূল ফটক প্রায় ৪০ মিনিট বন্ধ করে রাখেন পেট্রোবাংলার কর্তৃপক্ষের নির্দেশে কর্মচারীবৃন্দ। বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ এর নেতৃবৃন্দ পেট্রোবাংলার মূল ফটক বন্ধ করে রাখার প্রতিবাদ জানান। পরে রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পেট্রোবাংলার পরিচালক প্রশাসনের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় মূল ফটক বন্ধ রাখার ব্যাখ্যা জানতে চাওয়া হয়। এছাড়া দাবির বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হলো তাও জানতে চাওয়া হয়।

