মোঃ ইউছুফ ভূঁইয়া : বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরব উজ্জ্বল ভুমিকায় পুলিশ সুপার (এসপি) জান্নাত আফরোজ। আফ্রিকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সফলভাবে দায়িত্ব পালন শেষে কন্টিনজেন্ট গুছিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তিনি BANFPU রোটেশন-১৮-এর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মিশনের কার্যক্রম শেষ হলেও কন্টিনজেন্ট প্রত্যাবর্তনের সমন্বয় কার্যক্রম সম্পন্ন করতে বর্তমানে তিনি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাশায় অবস্থান করছেন।
আন্তর্জাতিক অঙ্গনে তিনি সুনাম ও দক্ষতার সহিত বাংলাদেশের প্রতিনিধিত্ব পালন করেছেন । দায়িত্ব পালনে সৎ ও পেশাদার কর্মকর্তা হিসেবে এসপি জান্নাত আফরোজ দেশ-বিদেশে প্রশংসিত হয়েছেন। পেশাগত জীবনের পাশাপাশি একজন পুলিশ কর্মকর্তা হিসেবে মানবিক কর্মকাণ্ডেও তিনি পিছিয়ে নেই।
উল্লেখ্য, এসপি জান্নাত আফরোজ মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখা সামাজিক সংগঠন ‘উই আর বাংলাদেশ (ওয়াব)’–এর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। ওয়াবের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের সহায়তা, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ও মানবিক উদ্যোগে তিনি নিয়মিতভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
সহকর্মী ও স্থানীয়দের কাছে তিনি একজন কর্মঠ, মানবিক ও দয়ালু কর্মকর্তা হিসেবে পরিচিত। পেশাদারিত্বের পাশাপাশি ব্যক্তিগত জীবনে তার পশুপাখির প্রতি বিশেষ মমতা রয়েছে। প্রাণীদের প্রতি তার ভালোবাসা ও যত্ন তাকে আরও মানবিক করে তুলেছে। এ ছাড়াও তিনি ভ্রমণ পিপাসু, সুযোগ পেলেই দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে ঘুরে বেড়াতে ভালোবাসেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তার তৃতীয় বারের মতো তার দায়িত্ব পালন বাংলাদেশ পুলিশের জন্য মর্যাদা ও গৌরব বয়ে এনেছে। সংশ্লিষ্ট মহলের আশা, এসপি জান্নাত আফরোজের অভিজ্ঞতা, দক্ষতা ও অবদান ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণকে আরও সুদৃঢ় ও সম্মানজনক

