নিজস্ব প্রতিনিধি :বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে আপোসহীন লড়াকু নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত সুস্থতা কামনা করেছে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মন্তব্য করেছেন, ‘জাতীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও দৃঢ় অবস্থান দেশের রাজনীতির এক উল্লেখযোগ্য অধ্যায়।’
বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রæত উন্নতি এবং পূর্ণ রোগমুক্তির জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান।’
তারা তাঁকে দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘বেগম খালেদা জিয়ার প্রজ্ঞা ও উপস্থিতি দেশের বর্তমান রাজনৈতিক রূপান্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণতন্ত্রে তাঁর অবদান অমলিন।’
নেতৃদ্বয় দেশবাসীকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনার আহ্বান জানিয়ে বলেন, ‘বেগম খালেদা জিয়ার এই সংকটাপন্ন অবস্থায় জনগণের দোয়া এখন তাঁর সবচেয়ে বড় শক্তি। তাঁর সাহস, ধৈর্য এবং প্রতিকূলতার মধ্যেও আপসহীন অবস্থান দেশবাসলি জন্য অনুপ্রেরনার উৎস। রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে ‘খালেদা জিয়ার উপস্থিতি অপরিহার্য’।
তারা বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ প্রতিকূলতা, সীমাহীন চাপ ও কঠিন বাস্তবতার মাঝেও তিনি যে দৃঢ়তা, সাহস ও আপসহীন নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তা এ দেশের রাজনৈতিক ইতিহাসে উজ্জ্বল অক্ষরে স্মরণীয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেতৃত্ব। এ দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম।’
নেতৃদ্বয় বলেন, ‘বেগম খালেদা জিয়ার সুস্থতা কেবল তার নিজের দলের জন্য নয়; বরং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবিক মূল্যবোধ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের এই ক্রান্তিলগ্নে তার মতো অভিজ্ঞ নেত্রীর উপস্থিতি জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ। দেশের এই কঠিন সময়ে বেগম জিয়ার দ্রæত সুস্থতা প্রয়োজন। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ আরোগ্য দান করেন।’

