নিজস্ব সংবাদদাতাঃ আজ রূপগঞ্জের বরপা এলাকায় শুভ উদ্ভোদন হয়ে গেল দেশের খ্যাতনামা পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের শাখা প্রতিষ্ঠান আল্লাহ ভরসা সি, এন, জি রিফুয়েলিং ষ্টেশনের।
উদ্ভোদন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম (ম্যানেজার আল্লাহ ভরসা সি এনজি রিফুয়েলিং ষ্টেশন।) আতিক ইসলাম (এমডি ইম্পিরিয় এক্সপ্রেস) মাফিজ আনোয়ার (এমডি টু স্টার ও ডিলার পদ্মা অয়েল) আব্দুল মান্নান (সহসভাপতি,ঢাকা প্রেসক্লাব) মকবুল হোসেন (সাধারণ সম্পাদকঃ ৬ নং ওয়ার্ড যুবদল) ও এলাকার অন্যান্য গন্য মান্য ব্যক্তিগণ।
উপস্থিত সবাই “আল্লাহ ভরসা রিফুয়েলিং ষ্টেশনের” নির্ভেজাল ব্যবসা ও শুভ ভবিষ্যৎ কামনা করেন।
