নিজস্ব প্রতিনিধি :অদ্য ১৬ নভেম্বর, ২০২৫ (রবিবার) সকাল ১০:০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ১১ মার্চ ২০২৫ খ্রি. তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিশ্রম্নত সকল নন—এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে “সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে ১৫তম দিনের মতো সারা দেশ থেকে আগত নন এমপিও শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিয়া।
আজকের লাগাতার অবস্থান কর্মসূচীর ১৫তম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপিওভুক্তির দাবীর সাথে একাত্বতা ঘোষনা করতে আসেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারকে দ্রুত ২/১ দিনের মধ্যেই এমপিওভুক্তির প্রজ্ঞাপন দিয়ে নন এমপিও শিক্ষকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন। নচেৎ আমরাও তাদের দাবী বাস্তবায়নে রাজপথে থেকে এমপিওভুক্তির দাবী বাস্তবায়নে সম্পৃক্ত হবো। তিনি আরো বলেন সরকারের আর্থিক সীমাবদ্ধতা থাকতে পারে তাই বলে নন এমপিও প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত না করে হাজার হাজার নন এমপিও শিক্ষক—কর্মচারীকে দীর্ঘদিন বেতন ভাতাহীন রাখা রাষ্ট্রের মৌলিক অধিকারের পরিপন্থি। তিনি রাষ্ট্রের প্রতি নন এমপিও শিক্ষকদের বেতন ভাতার সাংবিধানিক মৌলিক দাবী মেনে নেওয়ার আহ্বান জানান।
আজকের কর্মসূচীতে কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত নন এমপিও শিক্ষকগণ বক্তব্য রাখেন।

