নিজস্ব প্রতিবেদক: রাজধানী পল্লবী প্যারিস রোড এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৬ আসন ধানের শীষের মনোনয়ন পদপ্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
সভায় তিনি এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আস্হা ও বিশ্বাস রেখে আমাদের ওপর দায়িত্ব দিয়েছেন, সেই বিশ্বাসের প্রতিফলন হবে জনগণের মাঝে। জনগণের কাছে যেতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সমস্যাগুলো জানতে হবে এবং আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে বুঝাতে হবে।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ১১নম্বর, সি ব্লক প্যারিস রোড ১৮ নম্বর লেনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
পল্লবী থানা যুবদল সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল হোসেন বাপ্পির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট সাবেক নির্বাহী সদস্য ঢাকা আইনজীবী সমিতি ও সহ সমাজ কল্যাণ সম্পাদক, কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাজী রওশন দিল আফরোজ, সাবেক বিএনপি নেতা তৈয়ব আলী,যুবদল নেতা মো.আব্দুল রাজ্জাক,হানিফ,সাইফুল,
সেন্টু,নাসিম,রিয়াজ,হৃদয়,জুয়েল,বাবলু,কিরন,রাজু,পলাশ,আলআমিন,কৃষক দলনেতা সেলিম সহ এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,সাবেক- পল্লবী থানা যুবদল
সহ-সভাপতি সাহাবুদ্দিন সাবু।
