দেশের সকল সচল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে ৩য় বারের মত “সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক-কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচি ১০ম দিন চলমান
অদ্য ১১ নভেম্বর, ২০২৫ (মঙ্গলবার) সকাল ১০:০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ১১ মার্চ ২০২৫ খ্রি. তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিশ্রুত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে “সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে ১০ম দিনের মতো সারা দেশ থেকে আগত নন এমপিও শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিয়া। আজকের লাগাতার অবস্থান কর্মসূচীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও শাহবাগ থানা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের দাবীতে একাত্মতা ঘোষণা করেন।
সন্ধ্যা ৬টায় ধানসিড়ি রেষ্টুরেন্টের ২য় তলায় সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়ার সভাপতিত্বে সরকার প্রতিশ্রুত সকল সচল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবী বাস্তবায়নের লক্ষ্যে সর্বদলীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত দাবী বাস্তবায়নে সর্বদলীয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ মজিবুর রহমান, সিনিয়র নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান অতিথি অধ্যাপক মুজিব তার বক্তব্যে বলেন- জাতিগড়ার কারিগর শিক্ষকরা তাদের বেতন-ভাতার দাবীতে মশা-মাছির কামড় খেয়ে রাত্রে প্রেসক্লাবে রাত্রী যাপন করছে জাতি হিসাবে এটা লজ্জার। তিনি আগামীকাল বিকাল ৩টায় সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাত করবেন বলে জানান এবং আগামী দিনে মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাতের প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি বিশিষ্ট বিএনপি নেতা ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব বিএনপির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে সর্বদলীয় নন এমপিও সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বলেন প্রতি বছর এমপিওভুক্তি খাতে বাজেট থাকলেও এই টাকা অন্য খাতে ব্যয় করে প্রতি বছর নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত না করে তাদের বেতন ভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি বিএনপির পক্ষ থেকে নন এমপিও শিক্ষা-প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের সর্বাত্মক সহযোগিতা করবেন বলে অভিমত পেশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. ওমর ফারুক বলেন- নন এমপিওদের এমপিওভুক্তির দাবী বাস্তবায়নের জন্য সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করে এমপিওভুক্ত করনের আহ্বান জানান।
আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় শিক্ষা ফোরামের চেয়ারম্যান এমবি এম জাকারিয়া। তিনি তার বক্তব্যে, শিক্ষকদের এমপিওভুক্তকরণের এই যৌক্তিক দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী বলেন, একমাত্র বাংলাদেশে শিক্ষকদের বেতন-ভাতার জন্য আন্দোলন করতে হয় জাতি হিসেবে এটি লজ্জার। তিনি সরকারকে দ্রুত নন এমপিও প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির দাবী জানান।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারী জনাব এবি এম ফজলুল করিম, ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিক্ষা বিষয়ক সেক্রেটারী ড. ইকবাল হোসাইন ভূইয়া, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোঃ ইব্রাহিম, আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী সেক্রেটারী জেনারেল অধ্যাপক রবিউল ইসলাম ও তামিরুল মিল্লাত মাদ্রাসার সম্মানীত অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান মাদানী। তাদের বক্তব্যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ন্যায্য দাবী বাস্তবায়নে সবরকম সহযোগিতা করবেন বলে অভিমত পেশ করেন।
সভায় সর্বসম্মতিক্রমে আন্দোলনরত নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করণের ন্যায্য দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে সর্বদলীয় প্রচেষ্টায় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তিতে মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের সাথে যৌথ উদ্যোগে স্বাক্ষাত করে এমপিওভুক্তি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ নাজমুছ সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মুনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ ইমরান বিন সোলাইমান, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ, সমন্বয়ক সুপার মোঃ ফরহাদ হোসেন বাবুল, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ আবতাবুল আলম, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সমন্বয়ক প্রধান শিক্ষক আবু বক্কর মোঃ এরশাদুল হক, সমন্বয়ক প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান বাবুল, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মিজানুল হক মামুন, সমন্বয়ক প্রভাষক মোঃ রায়হান কবির মিঠু, সমন্বয়ক প্রভাষক মোঃ মোবারক হোসেন, সমন্বয়ক প্রভাষক মোঃ হাবিবুল্লাহ, সমন্বয়ক প্রভাষক মোঃ গোলাম মোস্তফা, সমন্বয়ক সহকারী প্রধান শিক্ষক মোঃ এনামুল হক ও সমন্বয়ক মোঃ জাহিদ হোসেন।

