নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস. এম. জামাল উদ্দিন ১০ নভেম্বর ২০২৫ সোমবার বিকেলে পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন। ঐ সময় উপাচার্যের একান্ত সচিব ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আবদুর রহমান উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎকালে তারা একে অপরের কুশলাদি জিজ্ঞেস করেন এবং খোঁজখবর নেন। পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস. এম. জামাল উদ্দিন একে অপরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানান। মতবিনিময়কালে উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান, দেশ ও জাতি গঠনে সকলকে স্ব স্ব অবস্থান থেকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান। সাংবাদিক এস. এম. জামাল উদ্দিন উপাচার্য মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানান এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক সফলতা কামনা করেন।
পূর্বাহ্নে বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস. এম. জামাল উদ্দিন। ঐ সময় মহাপরিচালকের একান্ত সচিব মোঃ আজিজুল হক উপস্থিত ছিলেন।

