নিজস্ব প্রতিনিধিঃ ১৯ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে চাল ডাল তেলসহ নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তৃতায় সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু উক্তরূপ মন্তব্য করেন। তিনি বলেন, সরকারের মদদপুষ্ট ব্যক্তিরাই সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করে ইচ্ছামত দ্রব্যের মূল্যবৃদ্ধি করে চলছে। অন্যদিকে সরকারের কর্তাব্যক্তিরা মূল্যবৃদ্ধি নিয়ে ইচ্ছামত লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে। এদিকে সাধারণ মানুষ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে অসহায় জীবন যাপন করছে। জনগণের দুঃখ দুর্দশা লাঘবে সরকারের সুনির্দিষ্ট কোন পরিকল্পনা নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অব্যাহত মূল্যবৃদ্ধিতে গরীব অসহায় মানুষ অনাহারে-অর্ধাহারে জীবন যাপন করছে। তিনি সরকারকে অবিলম্বে সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় ভূক্তভোগী সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে অবস্থান করবেন। ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম, যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আহসান হাবিব, নারী নেত্রী সাহানা বেগম ও সোনিয়া আক্তার।