অভিভাবক ঐক্য ফোরাম আয়োজিত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। আজ বৃহস্পতিবার বিকালে মতিঝিল রিজিক রেষ্টুরেন্টে অভিভাবক ঐক্য ফোরাম এর আয়োজনে আসন্ন গভর্নিং বডি নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু।
বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবক মো: সেলিম মিয়া, আইডিয়াল স্কুলের গভর্নিং বডির সাবেক সদস্য মোহাম্মদ আলি, আইডিয়াল স্কুলের গভর্নিং বডির মাধ্যমিকের প্রার্থী এডভোকেট পারভেজ হোসেন, মো: জাহাঙ্গীর আলম,রোস্তম আলি,আবদুল রাজ্জাক,আসম আলমগীর প্রমুখ।
বক্তারা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মেয়াদ উওীর্ন এডহক কমিটি বাতিল করে জেলা প্রশাসককে দায়িত্ব দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে আইডিয়াল ও ভিকারুননিসা নূন স্কুলের গভর্নিং বডির নির্বাচনের দাবি জানান।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানের সারা দেশের ম্যানেজিং কমিটি / গভর্নিং বডির আসন্ন নির্বাচন নিয়ে উচ্চ আদালতে চলমান রীট মোকাবিলা করে শিক্ষা মন্ত্রনালয়ের সহায়তায় ৩০ নভেম্বরের মধ্যে গভর্নিং বডির নির্বাচন আয়োজন করতে সংকল্পবদ্ধ। বক্তারা রাজনীতিবিদদের দ্বারা পরিচালিত সব এডহক কমিটি বাতিল করার জন্য স্কুলে স্কুলে মানব বন্ধন করার সিদ্ধান্ত নেয়া হয় এবং দ্রুত নির্বাচনের দাবিতে শিক্ষা উপদেষ্টা, সচিব ও শিক্ষা বোর্ডে স্মারকলিপি পেশ করার সিদ্ধান্ত নেয়া হয়।

