নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে নিরপেক্ষ সরকারের অধীনে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল -কলেজ – মাদ্রাসায় আগামী বার্ষিক পরীক্ষার আগেই ( ৩০ নভেম্বরের মধ্যেই) ছুটির দিনে জেলা প্রশাসকের তত্বাবধানে ম্যানেজিং কমিটি / গভর্নিং বডির নির্বাচন দেয়ার জোর দাবি জানান শিক্ষার্থীর স্বার্থ রক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো: সেলিম মিয়া।
২২ অক্টোবর ২০২৫ বুধবার বিকালে নেতৃদ্বয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চলমান সংশোধিত প্রবিধানমালার কতিপয় ধারা উপধারা নিয়ে মহামান্য হাইকোর্টে একাধিক রীট দাখিলের প্রেক্ষিতে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমলাতন্ত্র জেঁকে বসার প্রেক্ষিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চলমান সব কমিটি ভেঙে দেয়ার দাবি জানান এবং জেলা প্রশাসককে একক ক্ষমতা দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে গভর্নিংবডি/ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন করার জোর দাবি জানান।
তারা বলেন সরকারি ছুটির দিনে নির্বাচন আয়োজন করলে শিক্ষা কার্যক্রমে কোন ক্ষতি হবে না এবং শ্রেণির কার্যক্রম বন্ধ করার প্রয়োজন হবে না। নেতৃদ্বয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি পদে মনোনয়নের পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সকল অভিভাবক শিক্ষক কর্মচারির সরাসরি ভোটে সভাপতি পদে নির্বাচন দাবি করেন।তারা আদালত কর্তৃক স্থগীত করার সংশোধনের আগের প্রবিধানমালার আলোকে নির্বাচন আয়োজন করারও দাবি জানান।

