নিজস্ব প্রতিনিধিঃ একজন মানবদরদী এবং নিজ এলকার মানুষের প্রতি ভালোবাসার মানুষ বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবীর দুলু। তিনি সর্বাদা এলকার মানুষের খোঁজ-খবর নেন। তারেই ধারাবাহিকতায় বেতাগী হাইস্কুলের ৮৬ ব্যাচের ছাত্র,বরগুনা এসপি অফিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান কিরু ঢাকার সালাউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার চিকিৎসার খোঁজ খবর নিতে আজ শুক্রবার বিকালে হাসপাতালে শয্যাপাশে ছুটে যান।
উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবীর দুলু বেতাগী হাইস্কুলের ৭৪ ব্যাচের ছাত্র ও ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা -১ (বরগুনা সদর-বেতাগী) আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন । জিয়াউল কবীর দুলু বাংলাদেশ অভিভাবক ঐক্য ফোরাম এর প্রতিষ্ঠাতা চেয়াম্যান।

