নিজস্ব প্রতিনিধিঃ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আসন্ন গভর্নিং বডি নির্বাচন – ২০২৫ আয়োজন উপলক্ষে বনশ্রী শাখা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম মতবিনিময় অনুষ্ঠিত হয়।
৯ অক্টোবর বুধবার বাদ মাগরিব বনশ্রীর ব্লু- অলিভ চায়নিজ রেষ্টুরেন্টে সভায় সভাপতিত্ব করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম এর সভাপতি আহসান উল্ল্যা মানিক। প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অভিভাবক ঐক্য ফোরাম, বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। বক্তব্য রাখেন বনশ্রী সোসাইটির সাধারণ সম্পাদক মো: আবদুল হক,মুগদা শাখা অভিভাবক ফোরাম এর সভাপতি আ স ম আলমগীর, অভিভাবক ফোরাম এর বনশ্রী শাখার সাধারণ সম্পাদক শাহআলম শিকদার জয় প্রমুখ।
সভায় আসন্ন গভর্নিং বডির নির্বাচনে অভিভাবক ফোরাম এর পক্ষথেকে কলেজ শাখার প্রার্থী হিসেবে আহসান উল্ল্যা মানিক কে মনোনীত করা হয় এবং নির্বাচিত করার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়।
সভায় শিক্ষা মন্ত্রনালয়ের জারি করা শিক্ষার্থীর টিউশন ফি নীতিমালা, শিক্ষকদের কোচিং বানিজ্য বন্ধ করার নীতিমালা দ্রুত বাস্তবায়ন করার জন্য আইডিয়াল স্কুল কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়।
দাবী মানা না হলে অভিভাবক ফোরাম কঠোর আন্দোলনের মাধ্যমে ছাএ ছাএীদের জন্য সরকার নির্ধারিত টিউশন ফি মানাতে বাধ্য করার ঘোষণা দেন।

