রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হলেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় এই কিংবদন্তি তিন বছর পর ক্রিকেট প্রশাসনে ফিরছেন। রোববার মনোনয়নপত্র জমা দেন সৌরভ গাঙ্গুলী। এ দিনই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সৌরভের বিপক্ষে কেউ প্রার্থী হননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য ক্রিকেট সংস্থাটির শীর্ষ পদে ফিরছেন তিনি।
আগামী ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা। সেদিনই দায়িত্ব গ্রহণ করবেন সৌরভ। বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। এর আগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি সভাপতি ছিলেন সৌরভ। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির দায়িত্ব নেওয়ার জন্য তিনি পদত্যাগ করেছিলেন। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করেন সাবেক এই তারকা ব্যাটসম্যান।
আগামী ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় সিএবির প্রতিনিধিত্ব করবেন সৌরভ। গত মাসে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নেন সৌরভ।
রুপসীবাংলা৭১/এআর

