রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : নতুন যুগে প্রবেশ করছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে প্রথমবার সকল ম্যাচ পরিচালনা করবেন নারীরা। এর আগে মেয়েদের টি-২০ বিশ্বকাপে ও ২০২২ সালের কমনওয়েলথ গেমসের সকল ম্যাচ অফিসিয়াল ছিলেন নারী।
যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ১৮জন ম্যাচ অফিসিয়াল, ১৪ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ রেফারি দায়িত্ব পালন করবেন। তাদের সকলেই নারী। আইসিসির চেয়ারম্যান জয় শাহ এটাকে মেয়েদের ক্রিকেটের সংজ্ঞা নির্ধারণী মুহূর্ত বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘এটি নারীদের ক্রিকেটের সংজ্ঞায়িত মুহূর্ত। মেয়েদের ক্রিকেটে এই যাত্রা আরও অনেক গল্পের পথপ্রদর্শক হবে। ম্যাচ পরিচালনায় সর্ব মহিলা-পরিষদ কেবল একটি মাইলফলক নয় বরং ক্রিকেটে লিঙ্গ সমতা নিশ্চিত করার শক্তিশালী প্রতিফলন।’
জয় শাহ মনে করেন, তাদের এই যাত্রা ভবিষ্যত প্রজন্মের জন্য রোল মডেল হিসেবে কাজ করবে। ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বৈশ্বিক আসরে নারীদের শ্রেষ্ঠত্ব তুলে ধরবে এবং ক্রিকেটে লিঙ্গ বৈষম্য নেই এই বার্তার পক্ষে কথা বলবে।
এবারের ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবেন নিগার সুলতানা জ্যোতিরা। এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম নারী হিসেবে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকের জেসি।
রুপসীবাংলা৭১/এআর

