নিজস্ব প্রতিনিধিঃ আজ ৩১শে আগস্ট রবিবার সকাল ১০টা জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনরপর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, স্বৈরাচার শেখ হাসিনাকে হটানো হয়েছিল মানুষের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা বিরোধী অপশক্তি একটি রাজনৈতিক দল সু-কৌশলে শান্তি শৃঙ্খলা নষ্টের জন্য নামে বেনামে বিভিন্ন যায়গায় মব সৃষ্টি করছে।
তিনি আরও বলেন বিগত ১৭ বছর খুনি হাসিনার শাসন আমলে আমাদের যে আত্মত্যাগ সংগ্রাম সেটাকে একটি কুচক্রি মহল বিলিন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশে এই মুহুর্তে অতন্ত্য গুরুত্বপূর্ন বিষয় হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগনের অধিকার ফিরিয়ে দেওয়া।
বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে এবং সংগঠনের ভাইস চেয়ারম্যান সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বাংলাদেশ সংবাদপত্র এডিটর এসোসিয়েশন এর চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, জাসাস এর সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাস এর সাবেক সাধারণ সম্পাদক কন্ঠশিল্পি মনির খান, সাবেক এমপি ও সাবেক আহ্বায়ক, কুড়িগ্রাম জেলা বিএনপি, আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক, কে এম রকিবুল হাসান রিপন, ইঞ্জিঃ শোয়েব কোরাইশী, এস এম কমর উদ্দিন, আমিনুল হক শাহীন, মহিদুল ইসলাম মামুন প্রমূখ।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগেও বলেছেন এখনও বলছেন একটি নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবে তাদেরকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন করা হবে। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ পক্ষে বিএনপি নয়। আমরা চাই যারা ফ্যাসিবাদের দোসর তাদের বিচার এবং সেই দলকে নিষিদ্ধ বর্তমান অন্তর্বর্তী সরকার করতে পারে। আমরা ইতিমধ্যে আমাদের দল থেকে অন্তর্বর্তী সরকারকে সে বিষয়ে আমাদের মতামত জানিয়ে দিয়েছি। কিন্তু শান্তি শৃঙ্খলা নষ্ট হোক এরকম কোন কাজকে বিএনপি সমর্থন করে না। তিনি অবিলম্বে সকল দলকে গণতান্ত্রিক একটি সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষে আগামী নির্বাচনে অংশগ্রহনের আহ্বান জানান।