রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই জরুরি অবতরণ করতে বাধ্য হয়। আজ রোববার (৩১ আগস্ট) সকালে দিল্লি থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট AI-2913-এর ডান পাশের ইঞ্জিনে ‘ফায়ার ইন্ডিকেশন’ (আগুনের সতর্কতা) দেখা দিলে পাইলট দ্রুত প্রতিক্রিয়া দেখান এবং জরুরি ভিত্তিতে বিমানটিকে পুনরায় দিল্লি বিমানবন্দরে অবতরণ করান।
এয়ার ইন্ডিয়া বিবৃতির মাধ্যমে জানায়, ফ্লাইটটি নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে পাইলট ইঞ্জিন বন্ধ করেন এবং বিমানটি নিরাপদে অবতরণ করে। এতে কোনো যাত্রী আহত হননি।
বিমানটির যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ইন্দোর পাঠানোর কার্যক্রম চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাটি সম্পর্কে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ)-কে অবহিত করা হয়েছে।
জানা গেছে, বিমানটি বর্তমানে গ্রাউন্ডেড এবং বিস্তারিত প্রযুক্তিগত পরিদর্শনের জন্য রাখা হয়েছে।
উল্লেখ্য, ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো।
সূত্র: এনডিটিভি
রুপসীবাংলা৭১/এআর