রুপসীবাংলা ৭১ঃ অমর একুশে বই মেলায় ২১ ফেব্রুয়ারী ২০২৪ বুধবার আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন ভাষা, বাংলা ভাষা আর এই মহান ভাষা দিবসের দিনে একুশে বইমেলা ২০২৪ এর মোড়ক উন্মোচন মঞ্চে গতিধারা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে মোঃ জহিরুল ইসলাম এর আত্মউন্নয়ন ও ক্যারিয়ার বিষয়ক দ্বিতীয় বই “ওয়ে টু সাকসেস” উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখকের এর বাবা বীর মুক্তিযোদ্ধা এবিএম হানিফ মিয়া এবং পরিবারের সকল সদস্যবৃন্দ এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজিয়া সালমা বিভাগীয় কমিশনার ময়মনসিংহ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের গনিত বিভাগের চেয়ারম্যান ড. মো.শহীদুল ইসলাম,জন প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মমিনা মনি,জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার সহ বিভিন্ন অতিথি বৃন্দ। উল্লেখ্য বইটি লিখা হয়েছে বাস্তব জীবনের সকল অভিজ্ঞতা, বিজ্ঞান ভিত্তিক এবং জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সকল কৌশল অবলম্বন করা প্রয়োজন তার আলোকে। বিশেষ করে একজন শিক্ষার্থী তার ছাত্র জীবন থেকে শুরু করে কর্মজীবনের সফলতা, চাকরিজীবনে সফলতা, পার্সোনাল ব্র্যান্ডিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, প্রয়োজনীয় স্কিলস, উদ্যোক্তা হবার রণকৌশল, সফল উদ্যোক্তাদের জীবনী , এবং জীবনের নানা দিক নিয়ে ভাবে বিস্তর ধারণা। এছাড়াও রয়েছে ওয়ার্কবুক যা সম্পূর্ণ করার মাধ্যমে পাঠকরা নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে।
বইটি সংগ্রহ করতে পারবেন গতিধারা প্রকাশনীর স্টল থেকে ৫৯৫,৫৯৬,৫৯৭ এছাড়াও রকমারি থেকে সংগ্রহ করতে পারবেন