রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত যাত্রা অব্যাহত রাখলো বাংলাদেশ। ঘরের মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় দেখায় আবারও ভুটানের বিপক্ষে দাপুটে জয় পেল লাল-সবুজের মেয়েরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে টানা চার ম্যাচ জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধে ৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড তৃষ্ণা রানী। দ্বিতীয়ার্ধে ফিরে ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর ৭৪ মিনিটে স্বপ্না রানীর নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। এর আগে ভুটানের বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল বাংলাদেশ।
রুপসীবাংলা৭১/এআর