নিজস্ব প্রতিনিধিঃ ৫ জানুয়ারি ২০২৪ একুশে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে সন্ধ্যায় বিশিষ্ট লেখক ও গবেষক ইসমাইল হোসেন ইসমী’র দূর নক্ষত্র বই এর মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন-প্রফেসর ডঃ আসাদুজ্জামান, চেয়ারম্যান, ভাষা বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় মো: হুমায়ুন খালিদ ,সাবেক শিক্ষা সচিব,প্রফেসর ডঃ মিজানুর রহমান, শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়, কবি মাহমুদুল হাসান নিজামী,প্রফেসর ডঃ শহীদ মনজু, প্রেসিডেন্ট, ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফাউন্ডেশন, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মানবাধিকার কর্মী সোহেল মৃধা,আতা উল্লাহ খান, চেয়ারম্যান, দি নজরুল সেন্টার,ডঃ শরিফ সাকি, মানবাধিকার কর্মী খায়রুল ইসলাম, রাজনৈতিক কর্মী তাজুল ইসলাম।
হিংসায় উন্মত্ত পৃথ্বী নিত্য নিঠুর দ্বন্দ্ব, লোভ ধর্মীয় রাজনৈতিক উন্মত্ততাতায় উন্মত্ত দুনিয়ায় আসছে ইয়েল- দূর নক্ষত্রের “ইয়েল”!গভীর অপেক্ষার অবসান ঘটিয়ে অমর একুশের বইমেলা মোড়ক উন্মোচন মঞ্চে ইসমাইল হোসেন ইসমির পঞ্চম নতুন উপন্যাস ” দূর নক্ষত্রের ” শুভাগমন।বইটি সংগ্রহ করতে পারবেন একুশে বইমেলার পার্ল পাবলিকেশন্স এর প্যাভিলিয়নে।