নিজস্ব প্রতিনিধিঃ সংগ্রামী শ্রমিক নেতা, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর নির্বাহী পরিষদ সদস্য মোঃ আব্দুল ওয়াহেদ গতকাল ২২ এপ্রিল ২০২৫ সন্ধ্যায় রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন। এশার নামাজের পর জানাযা শেষে তাঁকে কালশি কবরস্থানে দাফন করা হয়।
তিনি অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। অদম্য মনোবলের অধিকারী আব্দুল ওয়াহেদ অসুস্থ শরীর নিয়েও শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন। এ ছাড়াও বিলস এর বিভিন্ন কর্মসূচিতেও তিনি নিয়মিত অংশগ্রহণ করে আসছিলেন। আজীবন সংগ্রামী এ নেতার মৃত্যুতে বিলস মহাসচিব নজরুল ইসলাম খান, নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদসহ বিলস পরিবারের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, তাঁর মৃত্যুতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়েছে। নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।