নিজস্ব প্রতিনিধিঃ দ্বীপজেলা ভোলায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন, ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়ন ও ভোলার গ্যাস ভোলাবাসীর ঘরে ঘরে সংযোগ প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
২৩ এপ্রিল ২০২৫ বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের উদ্যোগে দ্বীপজেলা ভোলায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন, ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়ন ও ভোলার গ্যাস ভোলাবাসীর ঘরে ঘরে সংযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ভোলা জেলা প্রশাসক ববাবর সংগঠনের পক্ষ থেকে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের আহ্বায়ক নুর মোর্শেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায় মানববন্ধন উপস্থিত ছিলেন ইউসুফ মেম্বার, জাকির হাওলাদার, বাবুল শিকদার, জাহেদুল আলম, আবুল খায়ের, মাকসুদুর রহমান, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ সাগর সহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্বীপজেলা ভোলা বাংলাদেশের বহু প্রাচীন একটি ঐতিহ্যবাহী দ্বীপ। যেখানে রয়েছে প্রায় ৩০ লক্ষ মানুষের বসবাস। সর্ব সময় সর্বক্ষেত্রেই বৈষম্যের শিকার হয়ে আসছে এই জেলার মানুষ। শিক্ষা স্বাস্থ্য আবাসন সহ সকল ক্ষেত্রেই পিছিয়ে আছে দ্বীপ জেলা ভোলার মানুষ। এই ভোলা জেলায় রয়েছে প্রাকৃতিক সম্পদ গ্যাস। অথচ সেই গ্যাস ভোলাবাসীই পায় না। তাই অবিলম্বে ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দিয়ে তারপর দেশের অন্যান্য স্থানে সংযোগ দিতে হবে। ভোলাতে রয়েছে কৃষি উৎপাদনের অপার সম্ভাবনা। অথচ এই জেলার সাথে দেশের মূল ভূখণ্ডের স্থলপথে যোগাযোগের কোন ব্যবস্থা নেই। যেদিকেই যেতে হয় নদী পার হতে হয়, নির্ভর করতে হয় ফেরি অথবা অন্যান্য নৌযানের ওপর। এতে করে কোন দুর্ঘটনা ঘটলে বা অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসা দিতে নেয়া হয় বরিশাল অথবা ঢাকায়। নদীপথে যেই সময় লাগে সেই সময়ের মধ্যে পথেই অনেকে প্রাণ হারান। তাই অবিলম্বে ভোলা বাসীর স্বপ্ন ও বহুল আলোচিত ভোলা-বরিশাল সংযোগ সেতু দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা বলতে চাই ভোলাতে ৭টি উপজেলা ১০টি থানা ৫টি পৌরসভা। অথচ এত বড় একটি জেলার মানুষগুলো উন্নত সেবা পাওয়ার মত তেমন কোন সুব্যবস্থা নেই। ভোলাবাসীকে উন্নত স্বাস্থ্য সেবা দিতে আমরা মনে করি অবিলম্বে ভোলাতে একটি পুর্নাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করতে হবে। এতে করে ভোলার লক্ষ লক্ষ মানুষ সুচিকিৎসা পাবে। তাদের জীবনমান উন্নয়নের কথা বিবেচনা করে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি যেন একটি হাসপাতাল ভোলাতে নির্মাণ করা হয়। আমরা আরো বলতে চাই ভোলা জেলায় শুধুমাত্র ভোলার মানুষই নয় নোয়াখালী লক্ষীপুর এবং বরিশালের বিভিন্ন জেলার মানুষ এসে মাছ শিকার করে থাকেন। বেশির ভাগ সময় তারা ভোলাতেই বসবাস করেন এতে করে তাদেরও উপকার হবে, পাশাপাশি সারা দেশের সাথে ভোলা জেলার মানুষের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যের কিছুটা হলেও অবসান ঘটবে।