বাংলাদেশ জ্বালানি, খনিজ, পানি সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ভূতাত্ত্বিক জ্ঞান প্রয়োগের অপরিহার্যতা বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২১ এপ্রিল সোমবার সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের ৩য় তালায় বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
অনুষ্ঠানের অধ্যাপক ড. বদরুল ইমাম সভাপতি এবং জ্বালানি ও খনিজসম্পদ বিশেষজ্ঞ এর সভাপত্তিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :
ড. আনোয়ার জাহিদ সাধারণ সম্পাদক এবং পানি ও পরিবেশ বিশেষজ্ঞ।ৎ
বক্তারা বিভিন্ন সুপুারিশ তুলে ধরেন সুপারিশ গুলো হলো ,
অত্যাবশ্যকীয় সুপারিশঃজাতীয় স্বার্থে খনিজ ও প্রাকৃতিক সম্পদ, ভূ-গর্ভস্থ পানিসহ পানিসম্পদ, সুনীল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, ভূমিকম্প,
অর্ন্তভুক্তি নিশ্চিত করতঃ দেশের আর্থ-সামাজিক উন্নয়ন অধিকতর গতিশীল ও সমৃদ্ধ করনে সুযোগ প্রদান।
বাংলাদেশে ভূতাত্ত্বিক জ্ঞান ও বিজ্ঞান সংশ্লিষ্ট সকল উন্নয়ন কর্মকান্তে ভূতত্ববিদ পেশাজীবী ও গবেষকগণের উপযুক্ত
সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদে ভূতত্ত্ববিদ পেশাজীবীর পদায়ন নিশ্চিত করতে হবে।
জাতীয় উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এবং পেট্রোবাংলার চেয়ারম্যান পদসহ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নদ-নদীর গতি-প্রকৃতি সমীক্ষা, নদী শাসন, বাঁধ নির্মাণসহ পানির বিভিন্ন স্থাপনা নির্মাণে
ভূতাত্ত্বিক ও ভূ-কারিগরী অনুসন্ধান ইত্যাদি কাজ।
পরিচালনায় ভূতত্ত্ববিদের পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন করা জরুরী।
সম্পদ পরিকল্পনা সংস্থা, ওয়াসাসমূহে নেই ভূগর্ভস্থ পানি বিজ্ঞানের জ্ঞানসমৃদ্ধ পর্যাপ্ত সংখ্যক ভূতত্ত্ববিদ। উক্ত
মূলতঃ ভূ-গর্ভস্থ পানি নিয়ে কাজ করলেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, পানি।
প্রতিষ্ঠানসমূহসহ নগর-পরিকল্পনা, সড়ক-জনপথ, অবকাঠামো নির্মানের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাসমূহে কাংখিত ফলাফল
পেতে ভূ-গর্ভস্থ পানি বিজ্ঞান এবং ভূ-কারিগরী ডিগ্রীধারী ভূতত্ত্ববিদগণকে পদায়িত করতে হবে।
খনিজ সম্পদ আহরণ, ভূ-কারিগরী ও ভূ-গর্ভস্থ পানিসহ ভূতাত্ত্বিক বিজ্ঞান সংশ্লিষ্ট কর্মকান্ডে জড়িত এনজিওতে ভূতত্ত্ববিদ
পেশাজীবীর অন্তভূক্তি নিশ্চিত করতে হবে।