ইকবাল হোসেনঃ বুধবার ৩০ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্থানীয় সরকারের ইউনিয়ানপরিষদে কর্মরত ৪৭ হাজার গ্রাম পুলিশ সদস্যদের দাবীতে ৩২দিন ধরে মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান।অন্যান্য বাহিনীর সদস্যদের ন্যায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণ ১ দফা দাবীতে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচী।
১৯৭৫ সালের বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দেয়া পে-স্কেলে প্রজ্ঞাপন পত্র ০১-০১-১৯৭৬ইং তারিখে জারীকৃত পরিপত্র স্বাধীনতার ৫৩ বছরেও বাস্তবায়ন হয়নি। তাছাড়া বাংলাদেশ সরকার ২০০৯ সালে জাতীয় করণের পরিপত্র জারী করেন এবং ২০১১ সালে জাতীয়করণের গেজেট প্রকাশের পরেও গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় করনের গেজেট মোতাবেক বেতন না দিয়ে নামমাত্র ৬,৫০০/- (ছয় হাজার পাঁচশত) টাকা বেতন দেয়া হচ্ছে, তাও আবার অনিয়মিত। গেজেট মোতাবেক বেতন না দেওয়া হলেও গেজেট মোতাবেক নিয়োগ বিধান শান্তির বিধান ও গেজেট সহ অন্যান্য সরকারি চাকুরিজীবিদের মতো দায়িত্ব পালন সহ বাহিনীর ন্যয় ২৪ ঘন্টা দায়িত্ব পালন করানো হচ্ছে। এই নামমাত্র বেতন দিয়ে সংসারের খরচ বহন না করতে পেরে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে দেশের ৪৭ হাজার গ্রাম পুলিশ বাহিনী সদস্যদের।
জাতির জনক বঙ্গবন্ধু দেয়া গ্রাম পুলিশ সদস্যদের পে-স্কেলের প্রজ্ঞাপন পত্রের বাস্তবায়ন ও বাংলাদেশ সরকারের ২০১১ সালের জাতীয়করণের গেজেট বাস্তবায়নে জন্য সংশ্লিষ্ট মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, দেশরন্ত ও জননেত্রী শেখ-হাসিনার প্রতি উদাত্ত আহ্বান জানান।কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, মোঃ লাল মিয়া উপস্থিত ছিলেন মোঃ আরশেদ আলী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সদস্য মোঃ ইমরান হোসেন, কৃষ্ণধন চৌধুরী, মোঃ সুমন, মোঃ মিল্টন প্রচার সম্পাদক সহ অন্যান্য সদস্য বৃন্দ।