নিজস্ব প্রতিনিধিঃ বরগুনা জেলা সমিতি প্রতিবছরের ন্যায় ২০২৫ এ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে ৫০ জন শিক্ষার্থী কে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। বরগুনা জেলা সমিতি,ঢাকা’র কার্যকরি পরিষদের সভা মতিঝিল রিজিক হোটেলে আজ ২০ নভেম্বর বিকেল ৫.০০ টায় অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু,সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক লায়ন মোঃ ফারুক রহমান।
বক্তব্য রাখেন সহসভাপতি উপাধ্যক্ষ মো: আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম,আইন সম্পাদক এডভোকেট মনোজ কুমার কীর্তনীয়া, সমাজকল্যাণ সম্পাদক খন্দকার আবুজাফর মো: সালেহ,সদস্য ব্যাংকার জাকির হোসেন প্রমুখ।
সভায় সমিতির শিক্ষা বৃওি কর্মসূচির আওতায় বরগুনা জেলার স্থায়ী বাসিন্দাদের দেশের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত মেধাবী অসচ্ছল শিক্ষার্থীর মাঝে ৫০ টি শিক্ষা বৃওি প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয় এবং প্রত্যেকটি বৃওি এককালীন ১০০০০/= (দশহাজার) টাকা করে দেয়া হবে।
আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে আবেদন পএ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু ৮০/১ আর কে মিশন রোড, ঢাকা-১০০০। মোবাইল ০১৭১০৯২৯৯৫৭( হোয়াটসঅ্যাপ) পাঠাতে অনুরোধ করেন।

