নিজস্ব প্রতিনিধঃ বিএসজিএফ এর আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। সোমবার (২৫ মার্চ) বিকালে জাতীয় স্কাউট ভবনের শামস হলে সাবেক সিনিয়র সচিব ও বিএসজিএফ এর প্রেসিডেন্ট ড: মিহির কান্তি মজুমদার এর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ ওয়াহেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় স্কাউট নির্বাহী পরিচালক উনু চিং। এসময় তিনি বিএসজিএফ এর নতুন কমিটি সমাজসেবা, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিকূলতায় আরো বেশি কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসজিএফ সাধারণ সম্পাদক মুকুল আনোয়ার। তিনি বলেন, সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো উত্তরণে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিএসজিএফ ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সামছ এ খান পিএইচডি (অবঃ)। তিনি বলেন, ভালো মানুষ কিংবা ভালো মুসলিম হতে চাইলে সত্য কথা বলা, অন্যের উপকার করা, বিবাদহীন থাকার মতো গুণগুলো থাকতে হবে। যারা এই রোজার মাসে মহান স্রষ্টার সন্তুষ্টির জন্য এই গুণগুলোর চর্চা করবেন তাতে একজন ভালো স্কাউট এর প্রয়োজনগুলোও পূরণ হবে। পাশাপাশি তিনি এই স্বাধীনতার মাসে জাতির জনক বঙ্গবন্ধু সহ ও সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।এছাড়া বিএসজিএফ ভাইস প্রেসিডেন্ট মারেফা বেগম, আন্তর্জাতিক সম্পাদক সৈয়দ জুলফিকার আলী চৌধুরী, সমাজ উন্নয়ন, পরিবেশ ও জলবায়ূ সম্পাদক রাসেল রহমান শিমুল, নির্বাহী সদস্য খন্দকার মাহফুজুল হক, কাজী ফয়সাল মাহমুদ, তোফায়েল আহমেদ, সাদেক হোসেন সানি সহ সকল সদস্যবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।