রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : টানা দশ বছর পর টলিউডের তুমুল জনপ্রিয় তারকা জুটি দেব-শুভশ্রী অভিনীত ধূমকেতু মুক্তি পেয়েছে। দেব-শুভশ্রীর জনপ্রিয়তা বাংলাদেশের সিনেপ্রেমীদের কাছেও কম নয়। ধূমকেতুর প্রযোজক রানা সরকার চাইছেন বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য, ‘‘বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে ট্যাগ করে শুক্রবার এক পোস্টে রানা সরকার লেখেন, “বাংলাদেশে ‘ধূমকেতু’ রিলিজ করতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ, বাংলাদেশের অগণিত সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে আপনারা আমাদের অনুমতি দিন। আমাদের আবেদন মঞ্জুর করুন।”
রানার ওই আবেদনে ফারুকীর পক্ষে কোনো মতামত জানানো হয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে রানা বলেছেন, ‘‘ফারুকীর সঙ্গে এখনও কথা হয়নি। ওদের পক্ষ থেকে ফোন পেলে নিশ্চয় জানাব।” বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় অনুমতি দিলে তবেই দেখা যাবে ‘ধূমকেতু’।
রুপসীবাংলা৭১/এআর