রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : অফিসে কাজের চাপ থাকেই। দিনের পর দিন শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে কম্পিউটারের সামনে বসে একটানা কাজ করতে গিয়ে অনেকেই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। কখনও কখনও কাজের প্রতি আগ্রহ কমে যায়, মনোযোগ থাকে না। এমন সমস্যার কার্যকর সমাধান হতে পারে সবুজ গাছের উপস্থিতি। কর্মক্ষেত্রে কিংবা বাড়ির ডেস্কে কিছু নির্দিষ্ট গাছ রাখলে শুধু সৌন্দর্যই বাড়ে না, মানসিক চাপও কমে। যেম
পিস লিলি
পিস লিলি দেখতে যেমন সুন্দর, তেমনই এর বেশি যত্নও নিতে হয় না। লম্বাটে সবুজ পাতার মাঝে সাদা রঙের একটা সুন্দর ফুল দেখলে কাজের ক্লান্তি-বিরক্ত সব দূর হবেই।
হোয়াইট মানিপ্ল্যান্ট
স্পাইডার বা হোয়াইট মানিপ্ল্যান্টের খুব একটা যত্ন নিতে হয় না। মাটি একেবারে শুকিয়ে গেলে তখন পানি দিতে হয়। এই গাছও কাজের ডেস্কে সাজিয়ে রাখতে পারেন।
স্নেক প্ল্যান্ট
একটানা কম্পিউটারে চোখ রাখা থেকে বিরতি নিতে পারেন স্নেক প্ল্যান্ট পাতার দিকে তাকিয়ে। এই পাতা অক্সিজেনের মাত্রা বাড়ায়। এছাড়াও ঘরের শোভা বাড়াতে এই গাছের জুড়ি মেলা ভার।
জেড প্ল্যান্ট
জেড প্ল্যান্টে কম পানির প্রয়োজন হয়। ছোট টেবিলে অনায়াসে রাখা যায়।
ইংলিশ আইভি
ইংলিশ আইভি ঘরের টক্সিক বাতাস দূর করে। যেখানে কাজে বসছেন সেই ডেস্কে বা ঘরের হ্যাংগিং পটেও রাখতে পারেন।
রুপসীবাংলা৭১/এআর