নিজস্ব প্রতিনিধিঃ ইসলাম ও মানবতা বিরোধী সকল ব্যবস্থার মূলোৎপাটন এবং বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষে আলকুরআন বিরোধী সংবিধান আলোকে সমাবেশ।সমাবেশে ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন- গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা’ই ইসলাম বিরোধী মতবাদ। মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে রচিত সকল প্রকার সংবিধান পবিত্র আলকুরআন বিরোধী সংবিধান।
৯ আগস্ট ২০২৫ইং, শনিবার রাজধানীর উত্তর সাইনবোর্ড বাসস্ট্যান্ডে ইসলামী সমাজের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী সমাজের আমীর বলেন-গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা’ই জাহান্নামের পথ। গণতান্ত্রিক কিংবা মানব রচিত ব্যবস্থা ভিত্তিক রচিত আলকুরআন বিরোধী সংবিধানের আনুগত্যের অধীনে বন্দি থাকা অবস্থায় মৃত্যুবরণ করলে আখিরাতের জীবনে নিশ্চিত চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। গণতন্ত্রের অধীনে জোট, ভোট ও নির্বাচন এবং এসবকে সমর্থন করলে ঈমান ও আমল সবই বিনষ্ট হয়ে যায়। তিনি আরও বলেন, ঈমান ও আমল রক্ষা করতে হলে আলকুরআন বিরোধী সংবিধান পরিত্যাগ করে পবিত্র আলকুরআনকে সংবিধান গ্রহণ করে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার চূড়ান্ত প্রচেষ্টা চালিয়ে যেতে থাকতে হবে।
আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছা ও বিশেষ সাহায্যে সমাজ ও রাষ্ট্রে আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠিত হলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সকলের সকল ন্যায্য অধিকার আদায় ও সংরক্ষণ হবে, সকল ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করতে পারবে এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠিত হবে। গণতন্ত্রের অধীনে নির্বাচন কিংবা সশস্ত্র লড়াই নয়! কেবলমাত্র আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে যারা আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার চূড়ান্ত প্রচেষ্টা চালিয়ে যেতে থাকবে তারাই আল্লাহর ক্ষমা লাভ করে জান্নাতবাসী হবে। আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার চূড়ান্ত প্রচেষ্টাই কল্যাণ ও মুক্তির একমাত্র পথ।
সকল মানুষের সার্বিক কল্যাণে ‘ইসলামী সমাজ’ গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা এবং এসবের ভিত্তিতে রচিত সকল প্রকার সংবিধান ত্যাগ, অস্বীকার ও অমান্য করে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দলমত নির্বিশেষে সকলকে তিনি ইসলামী সমাজে শামিল হয়ে আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করার আহবান জানান।‘ইসলামী সমাজ’ ঢাকা মহানগর দক্ষিণ এর সহকারী দায়িত্বশীল, আবু জাফর মোঃ সালেহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- ‘ইসলামী সমাজ’ ঢাকা বিভাগীয় অঞ্চল-২ এর দায়িত্বশীল, মুহাম্মাদ ইয়াছিন ও অন্যান্য নেতৃবৃন্দ।