রুপসীবাংলা ৭১ঃ গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে ইউএসএআইডি ও কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় রাজধনীর ফার্মগেটস্থ গ্র্যান্ড মহল রেস্টুরেন্ট ওয়াটারকিপার্স বাংলাদেশ এর উদ্যোগে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর তীরবর্তী জনগোষ্ঠীর প্রতিনিধি ও রিভার কোয়ালিশন সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে ডিজিটার সিকিউরিটি এবং ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ে দুদিন ব্যাপি একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অরিয়েন্টেশন সঞ্চালনা করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ তাপস ও বিভিন্ন সেশন পরিচালনা করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ এর রিসার্চ অ্যাসিসট্যান্ট আবু সাদাত মো: সায়েম।
ওরিয়েন্টেশনে কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের প্রতিনিধি মেহেদী হাসান ও শর্মিকা শারমিন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মেহেদী হাসান বক্তব্য প্রদান করেন ও উদ্বোধন ঘোষণা করেন। ওরিয়েন্টেশনে ৯ জন নারী ও ৩১ জন পুরুষ সহ সর্বমোট ৪০ জন অংশগ্রহনকরী প্রশিক্ষণ গ্রহণ করেন।
এই অনুষ্ঠানে ডিজিটাল সিকিউরিটি, ডিজিটাল সিটিজেনশিপ, ফেক নিউজ, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে ঝুঁকি, আগাম সতর্কতা, পাসওয়ার্ড ব্যাবহারে সতর্কতা, ফ্যাক্ট চেক, ও অন্যান্য ডিজিটাল নিরাপত্তা বিষয়ক বিভিন্ন সেশন পরিচালনা করা হয়। ওরিয়েন্টেশন শেষে অংশগ্রহনকরীরা তাদের সমাজের অন্যান্য জনগোষ্ঠীর মাঝে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান বিস্তারের জন্য ব্যক্তিগত পরিকল্পনা উপস্থাপন করেন।
ওরিয়েন্টেশনের শেষে ওয়াটারকিপার্স বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ তাপস অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানান এবং রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ দুইদিন ব্যাপি এই প্রশক্ষণের সমাপ্তি ঘোষণা করে