রুপসীবাংলা ৭১ঃ অদ্য ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বৃহস্পতিবার বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এর সাথে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। প্রতিনিধিবৃন্দ মাননীয় প্রধান বিচারপতির সহিত সাক্ষাতকালে ভূক্তভোগীদের আইনের আশ্রয় নেওয়ার সুযোগ সহজ করা, মামলার দীর্ঘসূত্রিতা, পিপি—কে সহায়তার লক্ষ্যে ভিকটিম পক্ষে নিজ খরচে ব্যক্তিগত আইনজীবী নিয়োগের ক্ষেত্রে আইনগত সীমাবদ্ধতা, নারী ও কন্যা নিযার্তনের মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে মনিটরিং, ধর্ষণের ঘটনায় আপোষ—মীমাংসা, যৌন হয়রানি ও নিপীড়ন রোধে মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে অভিযোগ কমিটি গঠন, নারীর প্রতি বৈষম্য, পারিবারিক সমস্যার বিষয়ে পারিবারিক আদালতের ভূমিকা বিষয়ে মাননীয় প্রধান বিচারপতির সদয় দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি উপরোক্ত বিষয়সমূহ গুরুত্বসহকারে শোনেন।
মাননীয় প্রধান বিচারপতির সহিত সাক্ষাতকালে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্মসাধারণ সম্পাদক সীমা মোসলেম ও অ্যাড. মাসুদা রেহানা বেগম, কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের ভারপ্রাপ্ত পরিচালক অ্যাড. দীপ্তি রানী সিকদার, উপপরিষদের আইনজীবী অ্যাড. রাম লাল রাহা।