রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : নারী ফুটবলের সাফল্য এখন দেশের ক্রীড়ামোদী সমাজে বিশেষ আলোচনার বিষয়। এটি নারী ফুটবলার, তাদের সংশ্লিষ্ট মহল, বিশেষ করে ‘নারী ফুটবল উইং’ এবং বাফুফের বিশাল অর্জন। নারী ফুটবল এরই মধ্যে দেশের ফুটবল ইতিহাসে বড় স্থান অধিকার করে নিয়েছে। নারী ফুটবল নিয়ে ‘ডেসক্রিপটিভ’ নিবন্ধ রচনা যত সহজ, মাঠে নারী খেলোয়াড়দের উত্থান, খেলার জন্য তাদের আত্মত্যাগ, সংগ্রাম এবং ‘ডেস্টিনেশনে’ পৌঁছানোর জন্য তাদের ইতিবাচক সাহসী মানসিকতা, ইচ্ছাশক্তির সঙ্গে অভিলাষী মন নিয়ে লেখা পরম আনন্দজনক হলেও বিষয়টি কিন্তু এত সহজ নয়।
গবেষণা কার্যক্রমে নারী ফুটবল এখন অনেক বেশি এগিয়ে আর এই মনোযোগ তাদের প্রাপ্য। নারীরা দেশের ফুটবলের প্রেক্ষাপট পাল্টে দিয়েছেন।
নারী ফুটবলাররা দেশকে গৌরবান্বিত করছেনবৈষম্যে ভরা ফুটবল অঙ্গনে নারী ফুটবলাররা চিন্তা-ভাবনায় পরিবর্তন সাধনের পাশাপাশি দেশবাসীর আশা ও আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ‘সিঙ্গেল আউট’ হয়েছেন। যে ধরনের পরিপক্বতার স্বাক্ষর রেখেছেন—এটি সত্যি অসাধারণ।
রুপসীবাংলা৭১/এআর