রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের সব প্রযুক্তি নির্মাতা চ্যাট সারাংশের দিকে নজর দিয়েছে। অন্যদিকে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রুপ চ্যাটে কী আলোচনা হয়েছে, তা ক্লিক করা মাত্রই এআই জানাবে সারাংশ।
প্রতিদিন দাপ্তরিক কাজে ইমেইল, চাকরির অফার, অনলাইন কেনাকাটার রসিদ– সবই এখন চলে আসে ইমেইলে। কিন্তু প্রতিটি ইমেইল মনোযোগ দিয়ে পড়া সম্ভব হয় না অনেক সময়। ব্যস্ততার কারণে অনেক জরুরি তথ্য চোখ এড়িয়ে যায়। এমন সমস্যার সমাধান হিসেবে গুগল উদ্ভাবন করেছে বিশেষ ফিচার।
জিমেইল অ্যাপে যুক্ত হয়েছে জেমিনি এআই প্রযুক্তি। নতুন সংযোজনের নাম মেইল সারাংশ, যা ক্লিক করা মাত্রই জানিয়ে দেবে দীর্ঘ ইমেইলের সারকথা।
কীভাবে কাজ করবে
নির্মাতা গুগল জানিয়েছে, জিমেইল গ্রাহক ইমেইলের ওপরে দেখতে পাবেন সারাংশ নামের অপশন। জেমিনি এআই ইমেইলের মূল বিষয় বিশ্লেষণ করে সবচেয়ে জরুরি তথ্য উপস্থাপন করবে সংক্ষিপ্ত আকারে। ফলে দীর্ঘ ইমেইল পড়ার ঝামেলা থেকে রেহাই মিলবে।
সব ইমেইলে স্বয়ংক্রিয়ভাবে সারাংশ নাও থাকতে পারে। সে ক্ষেত্রে গ্রাহক ইমেইলের পাশে থাকা বিশেষ বাটনে ক্লিক করে জেমিনি এআই তৈরি সারাংশ সামনে আসবে।
ফিচার কেন জরুরি
জেমিনিতে এমন সংযোজন শুধু সুবিধাই দেবে না, বরং সময় সাশ্রয়ে বড় ভূমিকা রাখবে। ফলে দীর্ঘ মেইল পড়ার ঝক্কি থাকবে না, দাপ্তরিক কাজের গতি বাড়বে, কেনাকাটার রসিদ বা ব্যক্তিগত বার্তার মূল তথ্য সহজে জানা যাবে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
কীভাবে পাবেন সুবিধা
প্রথম ধাপে ফিচারটি চালু হয়েছে অ্যান্ড্রয়েড ও আইওএস জিমেইল অ্যাপে। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুতই এই ফিচার বিস্তৃত পরিসরে সক্রিয় হবে। ভবিষ্যতে ডেস্কটপ সংস্করণেও ফিচারটি যুক্ত হলে ব্যবসায়িক ও ব্যক্তিগত ইমেইল ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
চ্যাটে আসছে এআই সারাংশ
গুগলের সঙ্গে অন্যসব প্রযুক্তি প্রতিষ্ঠান চ্যাট সারাংশের দিকে নজর দিয়েছে। অন্যদিকে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রুপ চ্যাটে কী আলোচনা হয়েছে, তা ক্লিক করা মাত্রই এআই জানিয়ে দেবে সারাংশ। তবে তারা গ্রাহককে আশ্বস্ত করেছে, গোপনীয়তা থাকবে সম্পূর্ণ সুরক্ষিত।
অনেকে প্রতিদিন শতাধিক ইমেইল বিনিময় করেন। ফলে অনেক তথ্য প্রতিদিন চোখ এড়িয়ে যায়। ঠিক এমন কারণেই গুগলের নতুন উদ্যোগকে সময়োপযোগী হিসেবে দেখছেন অনেকে। এটি শুধু প্রফেশনাল কাজের গতি বাড়াবে না, বরং তথ্য গ্রহণের সক্ষমতা বাড়াবে।
বিশেষজ্ঞরা বলছেন, জেমিনিতে এমন সংযোজন নিঃসন্দেহে জিমেইল ব্যবহারের অভিজ্ঞতাকে বুদ্ধিদীপ্ত, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করবে। সময় বাঁচানোর সঙ্গে এটি হবে ব্যস্ত জীবনের সহায়ক ফিচার।
রুপসীবাংলা৭১/এআর