রুপসীবাংলা৭১ প্রতিবেদক : রংপুরের কাউনিয়ায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শাওন মিয়া সোহাগ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুরের দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাওন মিয়া সোহাগ ওই এলাকার কাঠমিস্ত্রি আফছার আলীর ছেলে। সে আল আকসা আইডিয়াল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পরিবারের সবার অজান্তে শাওন পাশের একটি দোলা, স্থানীয়ভাবে যেটি ‘সিংহার ডোবা’ নামে পরিচিত, সেখানে মাছ ধরতে যায়। সে জাল ফেলে মাছ ধরছিল। একপর্যায়ে অসাবধানতাবশত গভীর পানির স্রোতে তলিয়ে যায়। শাওনের সাঁতার জানা ছিল না, ফলে সে নিজেকে রক্ষা করতে পারেনি।
পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার কিনারায় তার ফেলে যাওয়া জাল দেখতে পেয়ে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় খোঁজ শুরু করেন। পরে ডোবার পানির নিচ থেকে শাওনের নিথর দেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেশীরা জানান, শাওন অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের ছেলে ছিল। তার এমন করুণ মৃত্যুতে এলাকাবাসীও শোকাহত।এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর লতিফ শাহ বলেন, পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
রুপসীবাংলা৭১/এআর