রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আবারও আলোচনায়। নতুন করে সাড়া ফেলেছেন অনুরাগীদের মাঝে। গেল রোজার ঈদে ফারিয়া অভিনীত সিনেমা ‘জিন ৩’ তেমন সাড়া না ফেললেও, সেই ছবির আইটেম গান ‘কন্যা’-তে তার উপস্থিতি দর্শকদের মন জয় করে নিয়েছিল।
গত বছরের জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে একটি আইনি জটিলতায় জড়িয়ে অল্প কিছুদিন জেলে ছিলেন ফারিয়া। তবে দ্রুত জামিন পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি। এখন আগের মতোই নানা অনুষ্ঠান, সাক্ষাৎকার, ফটোশুট আর প্রোমোশনাল কাজ নিয়ে সরব তিনি।
সম্প্রতি একটি মেকওভার ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হৈচৈ ফেলে দিয়েছেন নুসরাত ফারিয়া। মাত্র এক মিনিটের ভিডিওটি প্রকাশের পরই ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়া ভিডিওটিতে নুসরাত ফারিয়াকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে। প্রথম লুকে নুসরাত ফারিয়াকে একটি জমকালো লাল শাড়িতে দেখা গেছে, যা তাকে ফুটিয়ে তুলেছে ব্যাপক। সঙ্গে ভারি গয়নায় সেজে উঠেছেন। কপালে টিকলি, কানে ঝুমকো ধরনের ভারী দুল এবং গলায় একটি চওড়া নেকলেস। নাকে ছোট একটি নোজ রিং, হাতে মানানসই চুড়ি ও বালা- সব মিলিয়ে তার সাজে ছিল রাজকীয় এক আভিজাত্যের ছাপ।
এরপর নুসরাত ফারিয়াকে একটি সাদা পোশাকে ভিন্ন ধরনের গয়নায় দেখা গেছে। এই লুকে তিনি আগের চেয়ে কিছুটা স্নিগ্ধতা ফুটে উঠেছে তার রূপে। কানে ঝোলা দুল রয়েছে, তবে তা প্রথম লুকের দুলের চেয়ে ভিন্ন ধাঁচের। তার গলায় একটি চিকন চোকার এবং হাতে ব্রেসলেট ও আংটি দেখা যাচ্ছে। এই লুকে ফারিয়ার চুলে বেনি করা এবং মুখে মিষ্টি হাসি, যা তার স্নিগ্ধতাকে আরও বাড়িয়ে তুলেছে। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে তা সময় নেয়নি। অসংখ্য নেটিজেন ফারিয়ার রূপের প্রশংসা করে মন্তব্য করতে থাকেন।
রুপসীবাংলা৭১/এআর