রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের একটি বাড়ির ফটকে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে শয়নকক্ষের জানালা দিয়ে কেরোসিন ছিটিয়ে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার দিবাগত রাতে আক্কেলপুর পৌর এলাকায় মাদরাসাপাড়ার আব্দুস ছালাম কবিরাজের বাড়িতে এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার রাতে থানায় তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় দেওয়া লিখিত অভিযোগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আব্দুস ছালাম কবিরাজ ও তার স্ত্রী একটি কক্ষে থাকেন।
ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে আরাফাত রহমান জাবিন পাশের একটি কক্ষে থাকেন। সোমবার রাতে তারা সবাই খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে আব্দুস ছালাম কবিরাজের ঘুম ভেঙে যায়। তিনি দেখেন তার কক্ষের একটি কাঠের জানালার একটি পাল্লা দাউ দাউ করে আগুন জ্বলছে।
তিনি চিৎকার দিয়ে উঠে দ্রুত ঘরের ভেতরে জানালার আগুন নিভিয়ে ফেলেন। বাইরে যাওয়ার জন্য বাসার মূল ফটক দেখেন বাইরে থেকে আটকানো। মই দিয়ে বাসার প্রাচীর টপকিয়ে বাইরে গিয়ে মূল ফটকের বাইরের ছিটকিনি খোলেন।আব্দুস ছালাম কবিরাজ বলেন, ‘আমাদের পরিবারের সবাইকে পুড়িয়ে মারতে ঘরের জানালা দিয়ে কেরোসিন দিয়ে আগুন দেওয়া হয়েছে।
যদি ঘুম না ভাঙত তাহলে আগুনে পুড়ে মারা যেতাম। আমার বাসার মূল ফটক বাইরে থেকে ছিটকিনি দিয়ে আটকানো ছিল। এটা পরিকল্পিত ঘটনা বলে মনে করছি।’
প্রতিবেশী মজনু কবিরাজ বলেন, ‘রাতেরবেলা আব্দুস ছালামের চিৎকারে আমরা এসে দেখি তখনো জানালার বাইরের অংশে আগুন জ্বলছিল। জানালার নিচে প্লাস্টিকের বোতলে কেরোসিন ছিল।’
আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় মঙ্গলবার রাতে আব্দুস ছালাম কবিরাজ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।’
রুপসীবাংলা৭১/এআর