রুপসীবাংলা৭১ প্রতিবেদক : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাসুকা বেগম নিপু (৩৭)র দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে পরিবারজুড়ে চলছে শোকের মাতম। ব্রাহ্মণবাড়িয়ায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত মাসুকা ব্রাহ্মণবাড়িয়ার সদরের চিলোকুট গ্রামে হলেও বসবাস করতেন শহরের মেড্ডা এলাকায়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, অনলাইনে দুর্ঘটনার খবর পেয়ে তাদের এক আত্মীয় ডাক্তারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হন। পরে রাতে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে যোগাযোগ করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।
মঙ্গলবার (২২ জুলাই) বিকালে তার মরদেহ আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে তার বড় বোনের বাড়িতে নিয়ে আসা হয়। বাদ আসর জানানা শেষে তাকে সোহাগপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহতের বাবা জানান, ‘দুই মেয়ে এক ছেলের মধ্যে মাসুকা সবার ছোট ছিল। তার মা মারা গেছে ১৫ বছর আগে। মারা যাওয়ার পর থেকে সর্বদা সে আমার খোঁজ খবর নিত। তার বিবাহ দিতে পারিনি। আমি এ শোক কি করে সইব।’
মাইলস্টোনের প্রাইমারি শাখার বাংলা ভার্সনে ইরেজি শিক্ষক ছিলেন মাসুকা। ঘটনার দিন সকালে মাসুকা বেগম ক্লাস নিচ্ছিলেন। এসময় বিকট শব্দে একটি যুদ্ধবিমান আঁচড়ে পড়ে। এতে তিনিসহ তার ক্লাসরুমের অসংখ্য শিক্ষার্থী আহত হন। এসময় জীবনবাজি রেখে ক্লাসে থাকা অর্ধশতাধিক শিক্ষার্থীকে বাঁচানোর চেষ্টা করেন মাসুকা বেগম। কিন্তু দগ্ধ হয়ে রাতেই ঢাকা বার্ন ইউনিটে মারা যান তিনি।
মারা যাওয়ার ঠিক আগে পাশের বেডে থাকা আরেক সহকর্মীকে বলে যান, তার মরদেহ যেন সোহাগপুর বোনের বাড়িতে দাফন করা হয়। তার ইচ্ছানুযায়ীকে সোহাগপুরে তার দাফন সম্পন্ন হয়েছে।
রুপসীবাংলা৭১/এআর