রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : একসঙ্গে এক মঞ্চে হাজির হতে যাচ্ছেন নব্বই দশকের দুই জনপ্রিয় অভিনেত্রী কাজল এবং টুইঙ্কেল খান্না। এই দুই অভিনেত্রী উপস্থাপনা করতে যাচ্ছেন অ্যামাজন প্রাইমের নতুন টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’।
মঙ্গলবার প্রাইম ভিডিও থেকে এমনটাই জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে যে ছবিটি পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, কাজল এবং টুইঙ্কেল দুজনেই অবাক হয়ে তাকিয়ে রয়েছেন সামনের দিকে।
যেন কোনো কিছু দেখে ভীষণ অবাক হয়েছেন তারা। ক্যাপশনে লেখা, ‘তারা তো চা খেয়ে নিয়েছেন, কিন্তু মিস করার মতো আরও অনেক কিছু রয়েছে।’
সেই পোস্টের নিচে মন্তব্যের ঘরে দর্শকেরা এই অনুষ্ঠানে অজয় দেবগন ও অক্ষয় কুমারকে নিয়ে আসার দাবি জানিয়েছেন।
উপস্থাপকদের নাম ঘোষণা করা হলেও এটি কবে এবং কখন থেকে সম্প্রচারিত হবে তা এখনো ঘোষণা করা হয়নি।
অনুষ্ঠানে কোন কোন অতিথি আসবেন, সেই তালিকাও এখনো অজানা।
এদিকে কাজলকে সর্বশেষ দেখা গেছে ‘মা’ ছবিতে। আগামী ২৫ জুলাই জিও হটস্টারে মুক্তি পাবে তার আরেক ছবি ‘সরজমিন’। অন্যদিকে টুইঙ্কেল এখন সিনেমা জগত থেকে দূরে থাকলেও নিজেকে লেখিকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
রুপসীবাংলা৭১/এআর