রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলায় সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে মো. নয়ন ইসলাম সবুজ (১৮) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তাকে ঠাকুরগাঁও সেনা ক্যাম্পে নিয়ে আসা হয় এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সবুজ ঠাকুরগাঁও সদর উপজেলার মাস্টার পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, নয়ন ইসলাম সবুজ ফেসবুকে সামরিক পোশাক পরা ছবি ব্যবহার করে নিজেকে সেনাকর্মকর্তা হিসেবে ভুয়া পরিচয় দিতেন।
এই ভুয়া পরিচয়ের সূত্র ধরে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন তরুণীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ তার অপরাধের কথা স্বীকার করেছেন। তিনি আরো জানান, তিনি মাদক সেবন এবং নিজ এলাকায় চুরি-চামারির মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। রাত ১২টায় তাকে ঠাকুরগাঁও সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, নয়ন ইসলাম সবুজকে আমাদের হেফাজতে নেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রুপসীবাংলা৭১/এআর