রুপসীবাংলা ৭১ অন্যান্য ডেস্ক : সন্তান হারানো মা-বাবার প্রতি সান্ত্বনা
عَنْ أَبِي حَسَّانَ، قَالَ: قُلْتُ لِأَبِي هُرَيْرَةَ: إِنَّهُ قَدْ مَاتَ لِي ابْنَانِ، فَمَا أَنْتَ مُحَدِّثِي عَنْ رَسُولِ اللَّهِ ﷺ بِحَدِيثٍ تُسَرُّ بِهِ أَنْفُسُنَا عَنْ مَوْتَانَا؟ قَالَ: نَعَمْ، صِغَارُهُمْ دَعَامِيصُ الْجَنَّةِ، يَلْقَى أَحَدُهُمُ أَبَاهُ – أَوْ قَالَ: أَبَوَيْهِ – فَيَأْخُذُ بِثَوْبِهِ – أَوْ قَالَ: بِيَدِهِ – كَمَا آخُذُ أَنَا بِصَنِفَةِ ثَوْبِكَ هَذَا، فَلَا يَتَنَاهَى – أَوْ قَالَ: فَلَا يَنْزِعُهُ – حَتَّى يُدْخِلَهُ اللَّهُ وَإِيَّاهُ الْجَنَّةَ.
আবু হাসসান বলেন, আমি আবু হুরায়রা (রা.)-কে বললাম, ‘আমার দুটি সন্তান মারা গেছে। আপনি কি আমাদের জন্য রাসুলুল্লাহ (সা.)-এর পক্ষ থেকে এমন কোনো হাদিস বলবেন, যা আমাদের মনকে সান্ত্বনা দেবে?’ তিনি বললেন, ‘ছোট ছোট শিশুরা জান্নাতের মাঝে বিচরণকারী। তাদের একজন তার পিতা (বা বলেন, তার পিতা-মাতা)-কে দেখলে তার কাপড় ধরে রাখে। ঠিক যেমন আমি এখন তোমার কাপড় ধরে রেখেছি এবং সে থামে না যতক্ষণ না আল্লাহ তাকে এবং তার পিতা-মাতাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন ‘
-(মুসলিম, হাদিস : ২৬৩৫ )
সংক্ষিপ্ত ব্যাখ্যা-
নবী (সা.) এ হাদিসে বোঝাচ্ছেন, যে শিশু দুনিয়ায় অল্প বয়সে মারা যায়, সে জান্নাতে থাকবে।
কিয়ামতের দিন সেই শিশু তার মা-বাবাকে চিনে নেবে এবং জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত তাদের কাপড় আঁকড়ে ধরবে আর আল্লাহর কাছে সুপারিশ করবে। ফলে আল্লাহ তাকে এবং তার বাবা-মাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সন্তান হারানোর কষ্ট অনেক বড় হলেও হাদিসের শিক্ষা হচ্ছে নিজেকে শক্ত করে ধৈর্য ধরলে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন।
আল্লাহ সবাইকে সবর করার তাওফিক দান করুন।
সঠিক সময়ে উত্তম জাযা দান করুন।
রুপসীবাংলা ৭১/এআর