নিজস্ব প্রতিনিধিঃ সাজেকে ৪ ফেব্রুয়ারি নারকীয় দুই খুনের শোকাবহ পরিস্থিতির মধ্যেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পর্যটন ভ্যালিতে তিন দিনের সফরে পাহাড়ের ৫ সংগঠন অসন্তুষ্টি প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
সংবাদ মাধ্যমে দেয়া বিবৃতিতে পাহাড়ের লড়াকু ৫ সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ), পা.চ. নারী সংঘ ও শ্রমজীবী ফ্রন্ট (ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট) নেতৃবৃন্দ বলেছেন, আলঙ্করিক প্রধান হিসেবে রাষ্ট্রপতিকে দেশের বিবেক হিসেবে ভাবা হয়। এমন একজন মর্যাদাসম্পন্ন ব্যক্তির সাজেকে এলাকাবাসীর শোকাবহ পরিস্থিতিতে প্রমোদ ভ্রমণ এলাকাবাসী ও পরিবেশবাদীদের নিকট ভুল বার্তা দেবে।
সাজেকে সীমান্ত সড়ক নির্মাণ, অব্যাহত পাহাড় কাটা ও পাথর উত্তোলনের ফলে একদিকে স্থানীয় লোকজন উচ্ছেদ হচ্ছে, অন্যদিকে এলাকার জীববৈচিত্র, প্রকৃতি ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে মন্তব্য করে বিবৃতিতে ৫ সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, রাষ্ট্রপতির সফর এ ধরনের পরিবেশ ধ্বংসের কার্যক্রমকে আরও উৎসাহিত করার সামিল, যা কোন সচেতন নাগরিক সমর্থন করতে পারেন না।
বিবৃতিতের স্বাক্ষর করেছেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী নীতি চাকমা, পা. চ. নারী সংঘের সভানেত্রী কণিকা দেওয়ান ও শ্রমজীবী ফ্রন্টের সহ: সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা।