রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের অটোমোবাইল (যানবাহন) শিল্পে বৈচিত্র্য ও প্রযুক্তিগত উৎকর্ষতা আনতে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় চীনা গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিএসি (গুয়াংজো অটোমোবাইল গ্রুপ) তাদের নতুন প্রধান শোরুম (প্রদর্শনী কেন্দ্র) উদ্বোধন করেছে।
মে মাসে ঢাকা মোটর প্রদর্শনীতে আনুষ্ঠানিক ব্র্যান্ড (ব্র্যান্ড/পণ্য পরিচিতি) উদ্বোধনের পর এটি জিএসি ও তাদের একমাত্র পরিবেশক ডিএইচএস মোটরস লিমিটেডের আরেকটি সাহসী পদক্ষেপ।
জমকালো আয়োজনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের ব্যবস্থাপনা পরিচালক নাফিস খন্দকার, প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, মহাব্যবস্থাপক আরমান রশিদ ও ফারহান সামাদ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক অতিথি হিসাবে ছিলেন জিএসি ইন্টারন্যাশনালের (আন্তর্জাতিক শাখা) দেশের ব্যবস্থাপক ড্যানিয়েল ঝোউ এবং চীনের সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জিএসির বৈদ্যুতিক গাড়ির উপ-ব্র্যান্ড আয়ন (AION) শিগ্গির বাজারে আনতে যাচ্ছে ডিএইচএস।
পাশাপাশি স্থানীয়ভাবে সংযোজনের জন্য একটি কারখানা স্থাপনের পরিকল্পনাও রয়েছে তাদের। এ উদ্যোগ দেশের পরিবেশবান্ধব ও টেকসই যানবাহন খাত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রুপসীবাংলা৭১/এআর