রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’য় একসঙ্গে অভিনয় করেছিলেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মন্দিরার। প্রশংসাও পান বেশ। এই কোরবানির ঈদে রাজ ও মন্দিরা দুজনেই হাজির হয়েছেন পর্দায়, তবে ভিন্ন দুই ছবিতে।
রাজকে দেখা গেছে সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’-এর মুখ্য চরিত্রে। আর মন্দিরা হাজির হন মিঠু খানের ‘নীল চক্র’তে।
নতুন খবর হলো, ফের একসঙ্গে অভিনয় করতে চলেছেন রাজ-মন্দিরা। এবারের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’।
বানাচ্ছেন মিঠু খান। তিনি জানিয়েছেন, প্রযোজকের সঙ্গে ছবিটি নিয়ে কথাবার্তা হয়েছে। এখন তিনি চিত্রনাট্য গুছিয়ে নিচ্ছেন। ছবির গল্পটা মফস্বল শহরের প্রেম নিয়ে।
সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে সুনামগঞ্জ ও ঢাকায় হবে চিত্রায়ন। ছবিতে ফজলুর রহমান বাবু, প্রিয়ন্তী উর্বীকেও দেখা যেতে পারে। মুক্তির জন্য আপাতত আগামী বছরের ঈদুল আজহাকে মাথায় রাখছেন নির্মাতারা।
এদিকে পরিষ্কার না করে তৃতীয় ছবির কথা আগেই জানিয়েছেন মন্দিরা। বলেছেন, ‘প্রথম দুই ছবির চেয়ে তৃতীয় ছবিটা আরো ভালো কিছু হতে যাচ্ছে।
আমি বরাবরই গল্পকে প্রাধান্য দিতে পছন্দ করি। আমার মনে হয়, দিনশেষে গল্পটাই ম্যাটার করে। একটা মানুষ এত টাকা দিয়ে ছবি দেখতে যাবে, দুই ঘণ্টা সময় ব্যয় করবে, মানসম্মত জিনিস যদি না দেখে, তাহলে ওরকম কাজ না করাই ভালো।’
মন্দিরার প্রথম দুই ছবি ‘কাজলরেখা’ ও ‘নীল চক্র’ সেভাবে দর্শকপ্রিয়তা পায়নি। তৃতীয় ছবি দিয়ে সাফল্যের সিঁড়িতে পা রাখতে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে।
রুপসীবাংলা৭১/এআর