আসলাম ইকবাল: চলচ্চিত্র ও থিয়েটার অভিনেতা আহমেদ রুবেল (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা থিয়েটারের সদস্য আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা গাজীপুর ভাওয়াল বদরে আলম কলেজের প্রফেসার আয়েশ উদ্দিন। রুবেল ছোটবেলা থেকেই গাজীপুরে ও পরে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছিলেন। তার প্রথম নাটক স্বপ্নযাত্রা, ও মুক্তির সংগ্রাম চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। হুমায়ুন আহমেদের পোকা নাটকে গোড়া মজিদের চরিত্র দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি নাটক, চলচ্চিত্র ও মঞ্চ নাটকে অভিনয় শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। সম্প্রতি ‘পেয়ারার সুভাস’ চলচ্চিত্র মুক্তির অপেক্ষায়। ঢাকায় একটি মাল্টিপ্লেক্সে পেয়ার সুভাস চলচ্চিত্রের প্রদর্শনীতে যাওয়ার সময় সে হৃদরোগে আক্রান্ত হন। ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি এম আমজাদ খান বলেন শিল্পী আহমেদ রুবেল কে হারিয়ে গুণী শিল্পী হারিয়েছি, যা অপূরণীয়, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তার এ অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন অভিনেতা ও বিনোদন সাংবাদিক আসলাম ইকবাল, প্রবীন ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সিকদার সালাম। শোকাহত পরিবারের প্রতি রইল সমবেদনা। ছবি: মোস্তাফিজ মিন্টু।