রুপসীবাংলা৭১ প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় র্যাব-১৫ এর অভিযানে গ্রেপ্তার হয়েছে চাঞ্চল্যকর একাধিক মামলার পলাতক আসামি মোস্তাক আহমদ ওরফে ‘ইয়াবা মোস্তাক’ (৪২)। হত্যা, মাদক, অস্ত্র ও অপহরণসহ ডজনখানেক মামলার পলাতক এ আসামিকে মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় উখিয়া থানাধীন মরিচ্যা বাজার এলাকা থেকে আটক করেছে র্যাব।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে মোস্তাক আহমদকে গ্রেপ্তার করে। আটককৃত মোস্তাক রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়া পালং এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে।
খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য।মোস্তাক আহমদের বিরুদ্ধে কক্সবাজার ও ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ৯টি মামলা রয়েছে।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে মোস্তাক ইয়াবা পাচার ও মাদক চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে অস্ত্রধারী বাহিনী পরিচালনার অভিযোগও রয়েছে।
শুধু স্থানীয়ভাবেই নয়, রাজধানী ঢাকাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান। গ্রেপ্তারের সময় মোস্তাক পালানোর চেষ্টা করলেও র্যাব সদস্যদের তৎপরতায় সে আর পিছু হটতে পারেনি। আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, মোস্তাক আহমদ মেম্বার ইয়াবা মোস্তাক নামে পরিচিত এই ব্যক্তি এলাকায় প্রভাব খাটিয়ে মাদকের ভয়াবহ বিস্তার ঘটিয়েছিল।
ইয়াবা মোস্তাক ছিল আওয়ামী লীগের কক্সবাজার ৩ আসনের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ভোটের খরচের ব্যক্তিগত ডোনার এবং কমলের লালিত পালিত সন্ত্রাস বাহিনীর টাকার যোগান দাতা।তার গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী ও সুশীল সমাজ।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত পলাতক অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
রুপসীবাংলা৭১/এআর