ADVERTISEMENT
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result
ADVERTISEMENT

রুমির প্রেমের বাঁশরিতে ইসলামের আধ্যাত্মিক আহ্বান

admin by admin
July 10, 2025
in অন্যান্য
0
রুমির প্রেমের বাঁশরিতে ইসলামের আধ্যাত্মিক আহ্বান
ADVERTISEMENT

RelatedPosts

মেট্রোরেলের পিলারে তুলে ধরা হচ্ছে ফ্যাস্টিটের নির্যাতনের চিত্র

মৃত ঘোষণার ১২ ঘণ্টা পর বেঁচে উঠল শিশু

ইসলামের দৃষ্টিতে কুসংস্কার, গুজব ও অজ্ঞতা


রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : ত্রয়োদশ শতাব্দীতে যখন মধ্য এশিয়াজুড়ে বিরাজ করছিল বিশৃঙ্খলাপূর্ণ রাজনৈতিক ও যুদ্ধ-সংঘাতের পরিস্থিতি, ঠিক তখনই মানবাত্মার মধ্যে খোদার সান্নিধ্য সৃষ্টিকারী বিশ্বের মহান প্রেমিক মওলানা রুমির আগমন ঘটেছিল। মুসলিম বিশ্বের এই দার্শনিক ১২০৭ খ্রিস্টাব্দের ৩০ সেপ্টেম্বর পারস্যের খোরাসান প্রদেশের বলখ শহরে আবির্ভূত হন। সুফিজগতের এই বিশেষ কবিসত্তার প্রকৃত নাম মোহাম্মদ এবং উপাধি জালাল উদ্দিন। ইসলাম তথা সুফিবাদের সুদীর্ঘ ঐতিহ্যের ধারক এক পরিবারের বংশধর ছিলেন তিনি।

তাঁর পিতা বাহাউদ্দিন ওয়ালাদ ছিলেন বালখের একজন ধর্মতাত্ত্বিক ও আইনজ্ঞ, যিনি একটি নিবিড় আধ্যাত্মিক দিনপঞ্জি ‘মাআরিফ’-এর রচয়িতা। তরুণ বয়সেই রুমি সপরিবারে বলখ থেকে দামেস্ক এবং সেখান থেকে নিশাপুরে যান। পরে তাঁর পরিবার কেনিয়ায় বসতি স্থাপন করে। সেখানে শামস তাবরিজির সঙ্গে সাক্ষাৎ তাঁর আধ্যাত্মিক যাত্রাকে শীর্ষে পৌঁছে দেয়।

জীবন ও জগতের রহস্য উন্মোচনকারী রুমির কাব্য মূলত দুটি শ্রেণিতে ভাগ করা হয়— চতুষ্পদী শ্লোক ও গজল। সেই সঙ্গে গদ্যসমূহকে ভাগ করা হয় প্রবন্ধ, পত্র ও ‘ধরমাপদেশ’-এ। তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে মসনবী, দেওয়ানে শামসে তাবরিজ, ফিহি মা ফিহি অন্যতম।

সভ্যতার প্রবহমান ধারায় বহুল আলোচিত শব্দ হলো প্রেম।

খোদা ও বান্দার মধ্যেও এই প্রেমেরই বিচরণ, যা কেবল আধ্যাত্মিক চেতনার মাধ্যমেই সংঘটিত হয়। বিশ্বময় বিরাজিত মহান স্রষ্টার সঙ্গে মিলিত হওয়ার পাথেয় প্রেমের বর্ণনাকালে মওলানা রুমি বলেন,

এ হলো ভালোবাসা যা স্বর্গপানে ধাবিত,

প্রতিক্ষণে শত শত আবরণ ছিন্নকারী।

প্রথম মুহূর্ত হলো, জীবনকে অস্বীকার করা;

শেষ কাজ হচ্ছে, পা ছাড়াই যাত্রা করা।

এ বিশ্বকে অদৃশ্য বলে জ্ঞান করা,

নিজের নিকট যা মনে হয়, তা না দেখা।

প্রেম অপার্থিব এবং স্বার্থের সীমার ঊর্ধ্বে।

প্রেম কোনো প্রতিবন্ধকতা মানে না। সম্মুখে যত বাধাই আসুক না কেন, একজন প্রেমিক তা থেকে স্বতন্ত্র হয়ে কল্যাণের দিকে ধাবিত হয়। সে এই জগতের সব মায়ার বন্ধনকে অস্বীকৃতি জানায়। কেবল খোদার প্রেমের সুধা পান করে মত্ত থাকতে চায় সে। এই খোদাপ্রেমই তাঁকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। রুমির কবিতা যেন এটিকেই বর্ণনা করে। কবি বলেন—

আকণ্ঠ ভালোবাসা পান করো, কারণ

একমাত্র ভালোবাসারই অস্তিত্ব আছে;

ভালোবাসার ব্যবহার না হলে প্রেমাস্পদের কাছে যাওয়া যায় না।

ওরা বলে, ‘ভালোবাসা কী?’ বলে, ‘ইচ্ছাকে বর্জন করা।’

যে ইচ্ছা হতে পলায়ন করতে পারেনি, তার কোনো আশা নেই।

খোদার সান্নিধ্য প্রত্যাশী আত্মা প্রতিনিয়ত তার সঙ্গে মিলনের অপেক্ষায় থাকে। ফলে স্রষ্টাকে পাওয়ার ব্যাকুলতা প্রতিটি মুহূর্তে তার হৃদয়পটে অনুরণিত হয়। মূলত যেখান থেকে আগমন, সেখানে পৌঁছাবার জন্যই সে তার হৃদয়ের কথা ব্যক্ত করে। কবির ভাষায়—

বাঁশরির কাছে শোনো, সে কিসের বর্ণনা দেয়

বিরহ-ব্যথার করুণ কাহিনির সে অনুযোগ করে।

যেদিন আমাকে বাঁশবন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে

আমার আর্তনাদে নারী-পুরুষ সবাই কেঁদেছে।

বক্ষ চাই এমন, যা বিচ্ছেদের আর্তনাদে ক্ষত-বিক্ষত

প্রেমের কী বেদনা তা শোনাতে পারি।

রুমি ইসলামের মাধমেই ব্যক্তি-আত্মার বিকাশের কথা বলেছেন। তাই তাঁর দর্শন ইসলামের মূল থেকেই উদ্ভূত। তাঁর আধ্যাত্মিক বার্তাগুলো কোরআন ও সুন্নাহর আলোকচ্ছটায় পরিপূর্ণ। রুমি বলেন—

যখন তোমরা আল্লাহর কোরআনের কাছে যাবে,

তখন তোমরা নবীদের আত্মার সাথে মিশে যাবে।

কোরআন হচ্ছে বর্ণিত নবীদের অবস্থা,

যারা মহামান্যের পবিত্র সাগরের মাছ।

কলুষ তথা কুপ্রবৃত্তি হতে মুক্ত হয়ে আত্মিক উন্নতির জন্য কোরআন অনুসরণ সম্পর্কে রুমি উল্লেখ করেছেন—

সমগ্র কোরআন আত্মার নিষ্ঠুরতার বর্ণনা করে

পবিত্র কিতাবটি দেখো! তোমার চোখ কোথায়?

পার্থিব সুখ-সমৃদ্ধি যেমন দৈহিক ও মানসিক সক্রিয়তার ওপর নির্ভর করে, ঠিক তেমন আত্মার পবিত্রতার জন্য প্রয়োজন নফসের পরিশোধন। কেবল নফসকে পরিশুদ্ধ করতে সক্ষম হলেই মোহমুক্ত হয়ে কল্যাণের দিকে অগ্রসর হওয়া সম্ভব। রুমি ইহজগতের সাময়িক তৃপ্তি ভোগ না করে ভাবের নগরে যাত্রার আহ্বান জানিয়ে বলেন—

হে হৃদয়, যে বিশ্ব অপসৃয়মাণ সেখানে তুমি কেন এক বন্দি?

এ অবরোধ থেকে পলায়ন করো, কারণ

ADVERTISEMENT

তুমি আধ্যাত্মিক জগতের এক পাখি।

মওলানা রুমির রচনা মূলত ইসলামের প্রেমময় ও রহস্যময় দিকগুলোই উপস্থাপন করে। তাঁর কাব্যিক অভিব্যক্তি সময়, ভাষা এবং সংস্কৃতিকে অতিক্রম করে পাঠকদের অন্তরকে স্পর্শ করে। তাঁর বার্তা সবাইকে মনে করিয়ে দেয় যে—ইসলাম নিছক আচার-অনুষ্ঠানের সমষ্টি নয়, বরং এটি শান্তি, আত্ম-উপলব্ধি এবং খোদা ও বান্দার বিশেষ সম্পর্কের দিকে যাত্রা।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

শুল্ক চুক্তি নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র আলোচনা ফের শুরু আজ

Next Post

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

Next Post
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.