রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : রাশিদ পলাশের ‘রঙবাজার’ ছবিতে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। বেশ আগেই শেষ হয়েছে শুটিং। এবার জানা গেল, আসন্ন দুর্গাপূজায় ছবিটি মুক্তি পাবে। এর মধ্যে প্রযোজনাপ্রতিষ্ঠান লাইভ টেকনোলজি অফিশিয়াল ঘোষণা দিয়েছে মুক্তির ব্যাপারে।
রাশিদ পলাশ বলেন, ‘সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমার গল্প তৈরি করেছেন তানজিব অতুল। এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। আশা করছি, পূজার আনন্দকে আরো বাড়িয়ে তুলবে আমাদের ছবিটি।’
একটি যৌনপল্লী উচ্ছেদের ঘটনা নিয়ে প্রায় দুই বছর আগে সিনেমাটি নির্মিত হয়।
গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে সিনেমার গল্পে উঠে এসেছে ৪০০ বছরের পুরনো যৌনপল্লী এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনা অবলম্বনে।
ছবিতে আরো অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, মৌসুমী হামিদসহ অনেকে।
রুপসীবাংলা৭১/এআর